শিরোনাম ::
“অভিনেত্রী আফরোজা হোসেনের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন”
Monira Akter Mithu
- আপডেট সময় : ০১:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
গভীর রাতে এই পোস্ট দিচ্ছি । অভিনেত্রী আফরোজা হোসেন আপা প্রায় ৩ বছর ধরে ক্যান্সারে ভুগছেন ।
উনি সিঙ্গেল মাদার । কিন্তু চমৎকারভাবে ভাবে সংগ্রাম করে উনার সন্তানদের শিক্ষিত করেছেন । এবং সন্তানেরা বুদ্ধি খাটিয়ে চিকিৎসা করে যাচ্ছিলেন ।
কিন্তু বাংলাদেশে সামান্য ভুল চিকিৎসার কারণে উনার ক্যান্সার ফুসফুসে আঘাত হানে ।
কিন্তু উনার ব্রিলিয়ান্ট সন্তানের কারণে উনি বার বার বেঁচে উঠছেন ।
হাসিমুখে কথাও বলেন ।
ভারতের মুম্বাই এবং কেরালাতেই উনি চিকিৎসায় সফল হয়েছিলেন ।
এই দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার উনার পরিবার বহন করে আসছিলেন । শিল্পীরাও সহযোগীতা করেছেন ।
গত তিন বছরে উনার পরিবার চিকিৎসা করিয়েছেন কোটি টাকা খরচ করে ।
কিন্তু বর্তমানে সন্তানদের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা । উনার দুই সন্তান আকুল আবেদন জানিয়েছেন তাদের মায়ের জন্য চিকিৎসায় সাহায্যের জন্য । কারণ তাদের মা বেঁচে আছেন এবং আল্লাহ হায়াত রাখলে তিনি সুস্থ হয়ে উঠবেন
আসুন আমরা এই মায়ের পাশে দাঁড়াই । তার সন্তানদের মুখে হাসি ফোটাই
যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি । সেটা যত ক্ষুদ্রই হোক । বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয় । আপনি অসুস্থ রোগীকে সাহায্য করবেন স্বয়ং আল্লাহ তায়ালা আপনাকে সাহায্য করবেন
উনার বিকাশ নাম্বার এবং ব্যাংক একাউন্ট নাম্বার
Bkash: 01923339192 (personal)
My banking information is as follows:
NAME: ABDULLAH AL KHALID
ACCOUNT NO: 0210222110811
BANK: IFIC BANK PLC
BRANCH: Darus Salam Road Branch
ROUTING NO: 120260946
SWIFT CODE: IFICBDDH