আশুলিয়ায় ভূয়া র্যাব সদস্য চাঁদাবাজিকালে আট
সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় র্যাব পরিচয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির সময় একজনকে আটক করেছে বাইপাইল ট্রাফিক পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকার জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ‘র্যাব পরিচয়ে ওই ব্যক্তি আজ বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলন করছিলেন। এসময় ট্রাফিক পুলিশ তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সে র্যাবের একটি পোলো টি-শার্ট পরিহিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক ভাবে জানতে পেরেছি, ওই ব্যক্তি প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।