
দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে কমানো হলো মূল্যবান এ ধাতুর দাম। দেশে ভালো মানের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বাজারে ভালো মানের ১ ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৩৫৫ টাকা। যার সর্বশেষ নির্ধারিত মূল্য ছিল ৭৯ হাজার ৫২১ টাকা।
আজ বুধবার বাজুসের বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিয়ের চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম স্বর্ণ কিনতে খরচ পড়বে ৬৭ হাজার ২০০ টাকা। সে হিসাবে এ মানের ১ ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৩৫৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮৫৭ টাকা। এ মানের ১০ গ্রাম স্বর্ণের দাম ৬৪ হাজার ২০০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ১ ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ১৩০ টাকা। এ মানের ১০ গ্রাম স্বর্ণের দাম বাজারে পাওয়া যাবে ৫৫ হাজার টাকায়। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ৫৩ হাজার ৪৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এটির ১০ গ্রাম পাওয়া যাবে ৪৫ হাজার ৮৫০ টাকায়।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে বলে জানিয়েছে বাজুস।