দুই উপজেলা (দোহার-নবাবগঞ্জ) উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান দোহার মোঃ আলমগীর হোসেন, নবাবগঞ্জ নাসির উদ্দিন আহমেদ ঝিলু করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন।
যখনই বৈশ্বিক মহামারী করোনা চলছিল তখন এই দুই উপজেলা নিয়ে দোহার-নবাবগঞ্জ,
ঢাকা-১ এর এমপি সালমান এফ রহমান এমপির দেওয়া ত্রাণ ও সরকারের বরাদ্দ দেওয়া ত্রাণ সামগ্রী মানুষের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন।
মহামারী সংক্রমণ রোধে সার্ভিস ডেস্কে কেউ ফোন করলেই তাৎক্ষণিক খাবার পৌঁছে দিতেন এই দুই জনপ্রতিনিধি।
আজ তারা সেই সংক্রমণেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের আশু রোগ মুক্তি কামনা করে দুই উপজেলা বাসী দোয়া প্রার্থনা করেছেন।
ইতিমধ্যেই দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন তিনি করোনা নেগেটিভে আছেন।