ঋতুর রাণী বসন্ত
এম.সোহেল রানাঐ কৃষ্ণচূড়ার শাখে শাখে লাল রক্ত বর্ণের ফুলে ফুলে
নব-সাঁজে সজ্জিত হয়ে দক্ষিণা হাওয়ায় দোলে,
নব-জাগরণের গান আজ গাইতে নেই কোন অন্ত
ঐ এসেছে মোদের ঋতুর রাণী বসন্ত-বসন্ত-বসন্ত-।।
:
বসন্তের দ্বার আজ খুলে গেছে দক্ষিণা বাতাসে
কুঞ্জে-কুঞ্জে ভরে গেছে মধুর সুরে বসন্তের আভাসে,
প্রজাপতির রঙ্গীন পাখনা মেলেছে ফুলের সু-গন্ধে,
মৌ মাছিরা মধুর টানে গান গেয়ে ছুটে চলে এক তালে এক ছন্দে-।।
:
মুক্তঝরা রজনীতে ফুলগুলো সু-গন্ধ ছড়িয়ে যায় আনমনে
কুহেলিকার চাদর ডানা মেলেছে ভোরের সূর্যের কিরণে,
গ্রাম্য ষোড়শী আলতো পায়ে ছুটে চলেছে ঐ দিগন্তে
বসন্তের স্পর্শে খুলে গেছে যৌবনের দ্বার কখন যেন মনের অজান্তে-।।
:
বসন্ত এসেছে নতুন আবেসে জ্বালিয়ে রূপের বাতি
জ্যোৎস্নায় ভরা তারার মেলা সু-দূর গগণে প্রমাণ যে দেয় রাতি,
বসন্তের রূপের গুনবিচারে কবি’র কলমের নেই পরিশ্রান্ত
আনমনে গেয়ে ওঠে কবি ষোড় ঋতুর রাণী এসেছে বসন্ত-বসন্ত-বসন্ত-।।