ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনার পাশাপাশি তাকে আগুন দেওয়ার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (১৬ জুন) দিনগত রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অনুষ্ঠান ‘একাত্তর জার্নালে’ ভিডিও কলে সংযুক্ত হয়ে একথা বলেন তিনি।
‘একাত্তর জার্নালে’ ভিডিও কলে স্বরাষ্ট্রমন্ত্রী সংযুক্ত হওয়ার পর পরই অনুষ্ঠানের সঞ্চালক মিথিলা ফারজানা জানতে চান, ‘নুসরাত হত্যা মামলার চার্জশিটে ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আসামি করা হয়নি; তাকে আইসিটি আইনে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন, মাননীয় মন্ত্রী?’
এর জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নুসরাত হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যে তদন্ত করেছে তা সঠিক ও সুন্দরভাবে হয়েছে। নুসরাত হত্যায় পিবিআই যে তদন্ত করেছে সে অনুযায়ী সব আসামিকে ধরা হয়েছে। ওসির নামে আইসিটি আইনে মামলা হয়েছে এবং সে অনুযায়ী তাকে ধরা হয়েছে। এ মামলায় তার যে সংশ্লিষ্টতা, সে অনুযায়ী তার বিচার হবে। আমরা কাউকেই ছাড় দিচ্ছি না; সে ওসি হোক, আর যেই হোক।’