ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান ক্রিকেটের উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ের কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুল। এই কাজের অংশ হিসেবে কাতার ক্রিকেট ও কাতার অলিম্পিকের সঙ্গে ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন তিনি।
নিজের ব্যক্তিগত ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে আমিনুল লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে কাতার ক্রিকেট ও কাতার অলিম্পিকের সঙ্গে তাদের হাই পারফরম্যান্সের জন্য কৌশল প্রণয়ন ও আলোচনা করতে পেরে আমি সম্মানিত ও এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।’
এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া, নেপাল, মালদ্বীপ এসব দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমিনুল।
ক্যারিয়ার শেষে আমিনুল পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। পরিবার নিয়ে সেখানেই থিতু হয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।