মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে রবিবার সকাল থেকে শুর হয়ে দিনব্যাপী সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণ জাগরণ সৃষ্টি করতে উঠোন বৈঠক ও মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে । আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরাম পুর, হাসুয়ারী, আশুজিয়া বাজার, সিংহের গাঁও ও বীরগঞ্জ বাজারে এসব উঠোন বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । প্রতিটি সভা ও বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থী ,বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল । এ সময় অগনিত দলীয় নেতাকর্মী সাথে ছিলেন এবং আশুজিয়া ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ এসব উঠোন বৈঠক ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন । কৃষ্ণরাম,হাসুয়ারী,আশুজিয়া বাজারের মত বিনিময় সভা শেষে ,উপমহাদেশের প্রখ্যাত মরমী বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁর বাড়িতে বিপুল সংখ্যক জনগনের উপস্থিতে নৌকার পক্ষে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয় । এতে আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অসীম কুমার উকিল । এঝাড়াও বক্তব্য রাখেন-প্রয়াত জালাল উদ্দিন খাঁর দৌহিত্র সাবেক সচিব ফারুক খান, জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঁঞা, কেন্দুয়া বাজার কমিটি ও কেন্দুয়া থিয়েটারের সভাপতি মোঃ এনামুল হক ভূঁঞা, কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঁঞা,কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ । এ সময় জেলা সে¦চ্ছাসেবকলীগ নেতা আরিফুজ্জামান টিটু, নওপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম তাজু , তরুণ আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবীর আহমেদ খান রুজেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে নৌকার পক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
প্রতিটি সভায় বক্তারা নেত্রকোনা-৩ আসনের নির্বাচনী এলাকায় নৌকাকে বিজয়ী করতে সকলের নিকট ভোট প্রার্থনা করেন । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে এক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান তারা ।