মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আওয়ামী মহিলালীগের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে- বর্তমান সরকারের উন্নয়নের কথা সঠিকভাবে প্রচার করার লক্ষ্যে ও জননেত্রী শেখ সালাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করতে: কেন্দুয়া উপজেলা মহিলীলীগের নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দিলেন বাংলাদেশ যুবমহিলালীগের সাধারণ সম্পাদক প্রেরণাময়ী নেত্রী অধ্যাপক অপু উকিল । মঙ্গলবার বিকালে কেন্দুয়া পৌর সদরের সাউদপাড়াস্থ উকিল বাড়ির মিলনায়তন কক্ষে শত শত মহিলালীগের কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অপু উকিল –আগামীদিনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে এক্য বদ্ধ হয়ে কাজ করার লক্ষে এ দিক নির্দেশনা প্রদান করেন । আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠনের পাশাপাশি নারী সংগঠনের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করে বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে ও ঘরে ঘরে পৌঁছে দিতেই এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । তাই আগামীদিনে নারী-পুরুষের সম্বিলিত প্রচেষ্টা ও তাদের ভোটে কেন্দুয়া-আটপাড়ায় নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে-এমনটাই সকলের প্রত্যাশা । কেন্দুয়া আওয়ামী মহিলালীগের সভাপতি মীনা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপির পরিচালনায় নির্বাচনী মত বিনিময় সভায় সকলে মিলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ও ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন । এ সময় মহিলালীগের নেত্রী মিনা, আক্তার,সুলতানা পারভীন পপি, সুমী আক্তারসহ সকল নেতৃবৃন্দের কন্ঠে নৌকা প্রতীকের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে উকিলবাড়ী প্রাঙ্গন । তাদের সাথে অধ্যাপক অপু উকিল যোগ দেওয়ার পর যোগ হয় বাড়তি আনন্দ । তারা সকলে মিলে মিশে একাকার হয়ে যায় । এ যেন প্রাণে প্রাণে মিলে যাওয়া এক মিলন মেলা । তাইতো অনেকই আপন মনে গেয়ে উঠে-প্রাণে প্রাণে আজ খুশির তুফান উঠেছে। ভয়-ভাবনার বাধা টুটেছে. দুঃখকে আজ কঠিন বলে. জড়িয়ে ধরতে বুকের তলে. উধাও হয়ে হৃদয় ছুটেছে। প্রাণে খুশির তুফান উঠেছে। মনে ছিল যে ভাবনা. ভয়-ভাবনার বাধা টুটেছে । দুয়ার ভেঙে সবাই জুটেছে। প্রাণে প্রাণে আজ খুশির তুফান উঠেছে। নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিলের নৌকা প্রতীকের বিজয় দামামা বেঁজেছে । এ বন্ধন অটুট থাকুক-নৌকার বিজয় সুনিশ্চিত হউক ।
মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আওয়ামী মহিলালীগের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে- বর্তমান সরকারের উন্নয়নের কথা সঠিকভাবে প্রচার করার লক্ষ্যে ও জননেত্রী শেখ সালাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করতে: কেন্দুয়া উপজেলা মহিলীলীগের নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দিলেন বাংলাদেশ যুবমহিলালীগের সাধারণ সম্পাদক প্রেরণাময়ী নেত্রী অধ্যাপক অপু উকিল । মঙ্গলবার বিকালে কেন্দুয়া পৌর সদরের সাউদপাড়াস্থ উকিল বাড়ির মিলনায়তন কক্ষে শত শত মহিলালীগের কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অপু উকিল –আগামীদিনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে এক্য বদ্ধ হয়ে কাজ করার লক্ষে এ দিক নির্দেশনা প্রদান করেন । আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠনের পাশাপাশি নারী সংগঠনের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করে বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে ও ঘরে ঘরে পৌঁছে দিতেই এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । তাই আগামীদিনে নারী-পুরুষের সম্বিলিত প্রচেষ্টা ও তাদের ভোটে কেন্দুয়া-আটপাড়ায় নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে-এমনটাই সকলের প্রত্যাশা । কেন্দুয়া আওয়ামী মহিলালীগের সভাপতি মীনা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপির পরিচালনায় নির্বাচনী মত বিনিময় সভায় সকলে মিলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ও ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের জন্য কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন । এ সময় মহিলালীগের নেত্রী মিনা, আক্তার,সুলতানা পারভীন পপি, সুমী আক্তারসহ সকল নেতৃবৃন্দের কন্ঠে নৌকা প্রতীকের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে উকিলবাড়ী প্রাঙ্গন । তাদের সাথে অধ্যাপক অপু উকিল যোগ দেওয়ার পর যোগ হয় বাড়তি আনন্দ । তারা সকলে মিলে মিশে একাকার হয়ে যায় । এ যেন প্রাণে প্রাণে মিলে যাওয়া এক মিলন মেলা । তাইতো অনেকই আপন মনে গেয়ে উঠে-প্রাণে প্রাণে আজ খুশির তুফান উঠেছে। ভয়-ভাবনার বাধা টুটেছে. দুঃখকে আজ কঠিন বলে. জড়িয়ে ধরতে বুকের তলে. উধাও হয়ে হৃদয় ছুটেছে। প্রাণে খুশির তুফান উঠেছে। মনে ছিল যে ভাবনা. ভয়-ভাবনার বাধা টুটেছে । দুয়ার ভেঙে সবাই জুটেছে। প্রাণে প্রাণে আজ খুশির তুফান উঠেছে। নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিলের নৌকা প্রতীকের বিজয় দামামা বেঁজেছে । এ বন্ধন অটুট থাকুক-নৌকার বিজয় সুনিশ্চিত হউক ।