মাঈন উদ্দিন সরকার রয়েলঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে -জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে, ভোটের মাঠে নিরলস ভাবে কাজ করে নেত্রকোনা -৩ আসনে আওয়মীলীগের দলীয় মনোনীত প্রার্থী -অসীম কুমার উকিলকে নৌকা প্রতীকে বিপুল ভোটে; বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে কেন্দুয়া উপজেলা যুবলীগ । গতকাল সন্ধ্যা্লগ্নে উকিলবাড়ীতে কেন্দুয়া উপজেলা যুবলীগ,ফৌর যুবলীগসহ,১৩ ইউনিয়নের যুবলীগ কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে ও নেত্রকোনা-৩ আসনে নৌকার প্রার্থী অসীম কুমারকে বিজয়ী করতে যুবলীগের নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ যুব মহিলীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল । এ সময় কেন্দুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তাফিউজুর রহমান বিপুল,যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । এ কর্মী সমাবেশে পৌর যুবলীগসহ কেন্দুয়া উপজেলা্র ১৩ টি ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।