কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:২৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / 170
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস আয়োজন উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগষ্ট ( বৃহস্পতিবার) আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে বিকেল ৩ টায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলমের সভাপতিত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ডাঃ হাজী এইচ এম সেলিমের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের জন্য দলীয় সকল নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয় ।
সভায় অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু, প্রচার সম্পাদক মোঃ শাহীন আলম,কেরানীগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মোঃ মুসলিম ঢালী,আগানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরাফাত হোসেন রাজু,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ সহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।