বিধ্বংসী বন্যা হলে প্রায় ক্ষেত্রেই ঘরবাড়ি ও ভবন ভেঙে পড়ার ঘটনা ঘটে। অনেক সময়ই এটা দেখা যায়। তবে এশিয়ার বিভিন্ন দেশে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে একটি ভিন্ন ধরনের ভিডিও সামনে এসেছে। যা দেখে অবাক হয়ে গেছে নেটিজেনরা।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নদীতে ভেসে চলেছে একটি পাঁচতলা বাড়ি। আর প্রকাশ পাওয়ার পর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে শোরগোল পড়ে গেছে চীনে। চীনের ইয়াংসি নদীতে ভাসমান ওই বাড়ির দেখা মিলেছে। কিন্তু কীভাবে এমনটা সম্ভব হলো?
জানা গেছে, ওই বাড়িটি আসলে একটি ক্রুজ। ক্রুজটি ওইভাবেই নকশা করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁও রয়েছে। চীনে অবশ্য এই ধরনের ভাসমান রেস্তোরাঁ নতুন নয়। সুবিধামতো এই ফ্লোটিং রেস্তোরাঁ সরিয়ে নিয়েও যাওয়া যায়। এই রেস্তোরাঁয় পৌঁছাতে গেলে ভরসা হচ্ছে নৌকা।
এদিকে এই ভাসমান রেস্তোরাঁ নাকি ইয়াংসি নদীকে দূষণের হাত থেকেও রক্ষা করে। চীনের যে ইউটিউব চ্যানেলে ওই ভিডিও প্রকাশ পেয়েছে, সেখানে আরও বিভিন্ন ধরনের অদ্ভুত সব ভিডিও রয়েছে।