মনোয়ার হোসেন লিটন জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলাধীন মীরগঞ্জ ইউনিয়ন এ “শেখ হাসিনার ইনোভেশন ড্রেজিং করে নদী শাষন” ও শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্লান” এ ভিষন কে সামনে রেখে সুই নদীর ১২ কিঃমিঃ পুর্ণ খনন কাজের (চার কোটি, আট লক্ষ, আটত্রিশ হাজার) ব্যায়ে শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকালে এ উপলক্ষে পুর্ব শিমুলবাড়ী রাঙ্গামাটি ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদৌলা, নীলফামারী পওর এর উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী খান, খুটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ শামীম, সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী, জনাব আব্দুল্লাহ-আল-মামুন।
ঠিকাদারী প্রতিষ্ঠান জেভি টেক -বে ইন্টারন্যাশনাল এন্ড মেসার্স সাইকী বিল্ডার্স (চার কোটি, আট লক্ষ, আটত্রিশ হাজার পাচ শত টাকায়) কাজটি বাস্তবায়নের দায়িত্ব পান।