ড.রফিকুল ইসলাম হিলালীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

- আপডেট সময় : ০১:১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 245
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীদের সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন নেত্রকোনা-৩, কেন্দুয়া আটপাড়া আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব-ড.রফিকুল ইসলাম হিলালী।
রবিবার ৮ জুন রাত নয় ঘটিকার সময় কেন্দুয়াস্থ নিজ বাসভবনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন-কেন্দুয়া,প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীগন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময়ে কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে যে আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ ও আপ্লুত।আপনারা সাংবাদিক সমাজ জাতির দর্পণ। আপনাদের কলমে ফুটে ওঠে সত্যের প্রতিচ্ছবি—ভালো কাজের প্রশংসা, আর মন্দ কাজের কঠোর প্রতিবাদ। আপনাদের মতো নিরপেক্ষ ও বিবেকবান মানুষদের পাশে পেলে সমাজ এগিয়ে যায়, অন্যায় কাঁপে।আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। সেইসাথে আবেদন আপনারাও থাকুন আমার পাশে। সত্য, ন্যায় ও প্রগতির পথে আমরা একসাথে এগিয়ে যাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সাহস।
এ সময় উপস্হিত ছিলেন-ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক-মো: আব্দুল হাই সেলিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক-কিশোর কুমার শর্মা, সাংবাদিক মো: মজিবুর রহমান, মো: রুকন উদ্দিন, মো: মনিরুল ইসলাম আকন্দ সোহেল।
মাঈন উদ্দিন সরকার রয়েল
০১৭১৪-৫২৯৬৮৪
০৯ জুন ২০২৫ ইং