ঢাবিতে মুখোশ পরে মিছিল, শনাক্তের পর ছাত্রলীগ নেতা আটক

- আপডেট সময় : ০৯:২৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / 106
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলকারীদের একজনকে শনাক্তের পর আটক করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৩ অক্টোবর) রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর পরীবাগ থেকে আটক করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, বুধবার মুখোশ পরে মিছিলের ঘটনায় প্রক্টরিয়াল বডি ছাত্রলীগ নেতা ইয়াজ আল রিয়াদকে শনাক্ত করে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আটক করতে বলে। এরপর তাকে পরীবাগের টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের নিউ ভিশনের বিল্ডিংয়ের ৩/বি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ওইদিন সকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পেছন দিয়ে শ্যাডোর দিকে যায়। এ সময় মিছিলকারীরা ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।