বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই মুক্তি আওয়ামী লীগের মাধ্যমে হবে না। বিএনপির মাধ্যমে তো হবেই না। তারা সবাই যুক্তরাষ্ট্রের দালাল হয়ে গেছে, ভারতের বিজেপির দালাল হয়ে গেছে। তারা সবাই লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষাকারী দল হয়ে গেছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা সিপিবি আয়োজিত লাল পতাকা মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘আমাদের ভাতের জন্য লড়াই করতে হবে, ভোটের জন্য লড়াই করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।