বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়া নিয়ে নেয়ার ব্যাপারে জাতির কাছে বিচার চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ ১৮ নভেম্বর রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন আমি জাতির কাছে বলতে পারি, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কি না? নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। দুটি মামলায় দণ্ডিত পলাতক এ রকম কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কি না? সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি।
তিনি জানান, আ’লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম আগামী ৪/৫ দিনের মধ্যেই ঘোষণা করা হবে। ভোটে লড়াইয়ের জন্য জোটের শরিকদের ৬০-৬৫টি আসন দেওয়া হতে পারে বলে জানান তিনি।
এদিকে রবিবার সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। এতে দণ্ডিত ও পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার নেন।