আসমাউল মুত্তাকিন (দিনাজপুর প্রতিনিধি) দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নেরে ৪৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রবিবার ৪ঠা নভেম্বর সকাল সাড়ে ১০টায় ৪৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চত্তরে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছাঃ কাওসার জাহান কাকুলী।
প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল।
আয়োজনে ছিলেন ৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিশেষে উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল বিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, কলম ও ব্যাগ প্রদান করেন। এ সময় ঐ বিদ্যালয়ের শিক্ষক, সুধিজন, শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।