নকলায় শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আজ ২ অক্টোবর নকলা উপজেলা বারইকান্দি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখা ।
নকলা় সরকারি হাজী জাল মামুদ কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন সহ অনেকেই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নকলা হাজী জালমামুদ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে তার অবদান সবচেয়ে বেশি । আলোচনা সভার উপস্থিত ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধু আত্ন জীবনী পড়তে অনুরোধ করেন ।
আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্র ছাত্রীরা কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে বই বিতরণ করা হয় ।
আজকের এই আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদুৎ।