শেরপুরের নকলায় আদর্শ উন্নয়ন সংস্থা (আউস)’র সৌজন্যে ১৬০ দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার বাজারে আদর্শ উন্নয়ন সংস্থা (আউস)’র আয়োজনে ও অর্থায়নে সংস্থার প্রধান কার্যালয় চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও আদর্শ উন্নয়ন সংস্থার সভাপতি নামজুল হুদা অনিক।
এতে প্রধান অতিথি হিসেবে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আক্রাম হোসেন, আদর্শ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সম্রাট মোস্তাহান এবং আউস’র উপদেষ্টা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, মো. মজিবুর রহমান ও শোয়াইব হোসেন নিপুণসহ স্থানীয় আওয়মী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক ও দুই শতাধিক দরিদ্র ও অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।