কারান্তরীণ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ২০ মিনিটের সময় নগরীর রেজিস্ট্রারি মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সরেজিমনে দেখা যায়, বিভাগীয় মহাসমাবেশে রেজিস্ট্রারি মাঠ ভরে বিএনপির নেতাকর্মীরা মাঠের পাশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এ কারণে লোকে লোকারণ্য হয়ে গেছে মাঠ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা নেত্রীর মুক্তি এবং সরকারের পতনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কঠোর আন্দোলন চান।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা বলেন, ‘একদিকে আমাদের প্রানপ্রিয় নেত্রী বেগম জিয়া মিথ্যা মামলায় কারাববন্দি অন্যদিকে অবৈধ সরকার দলীয় নেতারা দেশে সম্পদ লুটপাট করে ধরা পড়ছেন। আমাদের কেন্দ্রীয় নেতাদের কাছে প্রত্যাশা থাকবে আজই তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।