মাঈন উদ্দিন সরকার রয়েল ঃ
বৃক্ষ প্রেমিক কেন্দুয়া কৃতি সন্তান আব্দুল হামিদ সৌজন্যে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা পুলিশ লাইন স্কুলে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া ও বৃক্ষ প্রেমিক আব্দুল হামিদ। এ সময় পুলিশ সুপার বলেন, শুধু ছাত্র ছাত্রী কেন প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির আঙিনায় একটি করে গাছের চারা রোপন করুন, সুন্দর পরিবেশ গড়ে তুলুন। তিনি বলেন, গাছ আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখছে। তাই প্রকৃতির প্রতি গাছের প্রতি সকলের পরিচর্যা বাড়াতে হবে। তিনি বিভিন্ন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করার জন্য বৃক্ষ প্রেমিক আব্দুল হামিদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। চারা বিতরন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে বৃক্ষ প্রেমিক আব্দুল হামিদ বলেন, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সব চারা বিনা মূল্যে বিতরন করছি তার ১০০ ভাগের ১ ভাগও চারাও যদি বেচে থাকে তাহলে সে গাছগুলোই একদিন মানুষের উপকারে আসবে। সে দিন হয়তবা আমি পৃথিবীতে থাকবনা। তবু এই গাছগুলো আমার কথা স্মরণ করিয়ে দেবে। তিনিও সকলকে বাড়ির আঙিনায় ও রাস্তাঘাটে একটি করে গাছের চারা লাগানোর পরামর্শ দেন।