ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে মার্কিন যুবক গাজীপুরে

প্রতিনিধি গাজীপুর
জুন ৪, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাইদা ইসলাম প্রথম আলোকে বলেন, ২০২১ সালের এপ্রিলে অনলাইনে রাইয়ান কফম্যানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁরা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করেন। এর পর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাঁদের। ভয়েস ও ভিডিও কলে কথা বলতে বলতে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। বছরখানেক তাঁরা এভাবেই প্রেম করেন। শেষে দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার। রাইয়ান বিয়ের জন্য তাঁর দেশেই ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তাঁর ও সাইদার পরিবারের সম্মতিতে ২৯ মে তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। এদিনই দুজনের প্রথম দেখা হয়।

সাইদা বলেন, বিমানবন্দর থেকে সাইদার সঙ্গে সোজা গাজীপুরে নানার বাড়িতেই ওঠেন রাইয়ান। সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। বাংলাদেশে আসার আগেই বিয়ের গয়না, কাপড়-চোপড় ও মুঠোফোন কেনার জন্য রাইয়ান সাইদার কাছে টাকা পাঠান। সাইদা সে টাকায় বিয়ের প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় ফুট উচ্চতার রাইয়ানকে দেখতে স্থানীয় উৎসুক লোকজন গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভিড় জমান।

রাইয়ান কফম্যান বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশে আসার পর দেখছি আমার প্রতি সবাই খুবই আন্তরিক। আমার ক্ষুধা না লাগতেই লোকজন আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আদর, আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ছেন।’

সাইদাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা জানান রাইয়ান। তিনি বলেন, আনুষঙ্গিক কাগজপত্র ও ভিসা প্রসেসিং করতে কয়েক মাস সময় লাগতে পারে। এসব সম্পন্ন হলেই সাইদাকে তাঁর দেশে নিয়ে যাবেন তিনি। সেখানেই তাঁরা সংসার করবেন। রাইয়ান তাঁর দেশে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় কাজ করেন। তাঁর মা-বাবা ও এক ভাই আছেন। তবে তাঁরা আলাদা থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।