আমরা তো সবাই ‘ইস্যু’ প্রিয়। ইস্যু না থাকলে চলেই না। সাবেক রাস্ট্রপতি এরশাদ মারা গেলেন, এর মধ্যে মিন্নি গ্রেপ্তার। কোথায় ধর্ষণ হয়েছে, সবকিছু নিয়ে ফেসবুকে তোলপাড় করে ফেলি। এরই মাঝে যে আড়ালে পড়ে রয়েছে ‘বন্যা’, তার খোঁজ কি আমরা রাখি? আজ আঙ্গুল তুলতে হলো আমাদের দেশের তারকাদের দিকে। তুলনা করতে হলো ভিনদেশী তারকাদের সঙ্গে।
কিছুদিন আগে টানা বৃষ্টিতে ডুবে গেছে মুম্বাই শহর। প্রচণ্ড দুর্ভোগে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর এই বিপদের মুহূর্তে ভক্তদেরকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বলিউড তারকারা। সামাজিক মাধ্যমে সচেতনতামূলক স্ট্যাটাস দিয়েছেন তারা। অর্থ সাহায্য নিয়ে পাশে দাড়িয়েছেন।
গত বছর ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ভারতের কেরালা অঞ্চল। ভেসে গিয়েছে হাজারো বাড়ি ও সম্পত্তি। নিখোঁজ বহু মানুষ। এই পরিস্থিতিতে কেরালার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িছেন বহু তারকা। শাহরুখ খান, অক্ষয় কুমার, রাম চরণ, চিরঞ্জিবীসহ একাধিক তারকা কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।
বলিউডের প্রবীণ নায়ক অমিতাভ বচ্চন মানবিক মানুষ হিসেবে নিজেকে চিনিয়েছেন ভক্তদের। নানা সময় অসহায় মানুষকে সাহায্য করতে দেখা গেছে তাকে। প্রতিশ্রুতি অনুযায়ী ২১০০ কৃষকের ঋণ পরিশোধ করলেন তিনি। এর আগেও তিনি কৃষকদের ঋণ পরিশোধ করেছেন।