ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ টাইগার্স দলে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার। আগামী ২৭ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হবে। ৫ জুলাই শেষ হবে ক্যাম্প।
এরপর ১২ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু হবে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন বা বোর্ডের নজরে আছেন এমন ক্রিকেটারদের জন্য বোর্ড চালু করেছে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম।

বাংলাদেশ টাইগার্স দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির আলী, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, আশিকুল্লাহ আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, নাঈম শেখ, আল আমিন হোসাইন, আবু হায়দার রনি, মেহেদি রানা, আবু জায়েদ, কামরুল রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকির আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রোমান, জাকিরুল আলম জেম, আব্দুল হালিম, মাইশিকুল রিয়েল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলী, নাজমুল অপু।