সাভারের আশুলিয়ায একটি শিল্প জোন এলাকা হিসেবে পরিচিত আর এই সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক বিক্রি করে থাকে। আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার তার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৫৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ডিলার ও ৩ খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার(১৫ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার এসআই সুদীপ কুমার গোপ।
গ্রেফতারকৃতরা হল, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শনিপাড়া গ্রামের মহারাজ মিয়ার ছেলে সাইদুর রহমান(৩৫), ঢাকা জেলার আশুলিয়া থানার স্যুটিংবাড়ি এলাকার মৃত জারিফ উদ্দিনের ছেলে মোঃ হাবিবুর রহমান মোল্লা(৫৩), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম(২৯), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ সোহেল রানা(২৮)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। এদের মধ্যে গেল্লা মাদকের ডিলার এবং বাকিরা খুচরা বিক্রেতা। এর আগে বুধবার দুপুরে ও বিকালে আশুলিয়ার আনারকলি ও স্যুটিংবাড়ি ইয়াছিনবাগ এলাকায় এ অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সাইদুর রহমানের কাছ থেকে ১৬৫ পিস ও বাকিদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আসামীরা প্রতিপিস ৩০০ টাকা করে ইয়াবা মাদকসেবীদের কাছে বিক্রি করত।
আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনী কার্যক্রম চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের মামলা দায়ের করে আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।