বাকী বিল্লাহঃ(পাবনা)জেলা প্রতিনিধিঃ পাবনার বেড়ায় মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (১লা আগষ্ট)সকাল দশটার দিকে অধিদপ্তরের ‘এস্টেট অ্যান্ড ল’ অফিসার মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানে বেড়া সি,এন্ড,বি বাসস্ট্যান্ডের পাবনা-ঢাকা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
৪ দিনব্যাপী উচ্ছেদ অভিযান কর্মসুচির ১ম দিন(আজ)বৃহস্পতিবার। সকাল ১০টার দিকে সি,এন্ড,বি বাসস্ট্যান্ডের আশাপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।পাচ(৫) শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর ছাড়াও ম্যাজিস্ট্রেট, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, এসব মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির। এ কারণে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।