বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফলাফলের দাবীতে গেটে তালা লাগিয়ে আন্দোলনের ফলে অবরুদ্ধ হওয়া এক শিক্ষককে উদ্ধার করলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া।
৪ জানুয়ারি(সোমবার) ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের ফলাফল দাবীতে বেলা ১১ টা থেকে কবি হেয়াত মামুদ ভবনের গেটে তালাবদ্ধ করে।এতে অবরুদ্ধ হয়ে পড়েন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
শিক্ষার্থীদের দাবী ফলাফল হাতে না পেলে তারা একাডেমিক ভবন তালাবদ্ধ করেই রাখবেন।
এরপর তিনি দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার ফলে সেই শিক্ষক ছাত্রলীগ সভাপতির হস্তক্ষেপে মুক্ত হয় রাত সাড়ে ১১ টার সময়।
উল্লেখ্য, ৮ দফা দাবিতে ইংরেজি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা ১৪ ঘন্টা ধরে একাডেমিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।সেই বিল্ডিংয়ের ভিতরে অবস্থান করছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোঃমনিরুজ্জামান।