ভোলা প্রতিনিধি॥
ভোলায় গবীর, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছে পুনাক। রোববার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এ ঈদবস্ত্র বিতরন করে। জেলা পুনাক সভানেত্রী ফারহানা তানজীম প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ভোলা সদর ও দৌলতখানের ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভোলার পুলিশ সুপার মো: মোকতার হোসেন। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাব আহবায়ক এমএ আবু তাহের, সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনেক গরীব অসহায় পরিবার রয়েছেন যারা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে পারেন না, সেই সব বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। তাদের মুখে হাসি ফুটাতে ঈদবস্ত্র বিতরন করছে যা একটি মহৎ উদ্যোগ। পুলিশ নারী কল্যান সমিতির মতো সমাজের বিত্তবানদেরও দূঃস্থদের পাশে দাড়ানোর আহব্বান জানান বক্তারা।