এর আগে অন্তঃসত্ত্বা ও অন্তঃসত্ত্বা নন এমন দুই নারী দলের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছিল, অন্তঃসত্ত্বাদের রক্ত বেশি পছন্দ করে মশা। তাই তাদের মশার কামড় খেতে হয় বেশি।
শিরোনাম ::
মশা কাদের বেশি কামড়ায়?

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৬:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / 64
এক্ষেত্রেও আগে মনে করা হত, নারীদের মশার কামড় বেশি খেতে হয়। তার কারণ ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ। নারীদের শরীরে এই বিশেষ হরমোনের মাত্রা বেশি বলে, তাদের গায়ে বিশেষ গন্ধ থাকে, যা নাকি মশাদের পছন্দ।
কিন্তু ওই গবেষণা রিপোর্ট অন্য কথাই বলছে।
শরীরের আয়তন বেশি হওয়ার কারণে পুরুষের ত্বকের পরিমাণ বেশি।