মিশন এক্সট্রিমের কমতি পুষিয়ে দিয়েছে ব্ল্যাক ওয়ার
- আপডেট সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
মিশন এক্সট্রিমের যেখানে যেখানে কমতি ছিল সেগুলো পুষিয়ে দিয়েছে ব্ল্যাক ওয়ার। হয়তো এক সিনেমা হলেই এই সমস্যাটা হতো না। আরিফিন শুভ নিজের ক্যারিয়ার সেরা কাজ দেখিয়েছেন ব্ল্যাক ওয়্যারে। প্রপার নো ননসেন্স অ্যাকশন ফিল্ম হিসেবে ব্ল্যাক ওয়্যার ফুল মার্কস পাবে। নম্বর কাটা যাবে প্রোডাক্ট প্লেসমেন্টের জন্য। আমাদের ব্র্যান্ডগুলোকেও বোঝা উচিত কীভাবে কন্টেন্টে প্রোডাক্ট প্লেস করলে দর্শকের ব্যাক অব দ্য মাইন্ডে থাকবে সে ব্র্যান্ডের নাম। মিশন এক্সট্রিম ও ব্ল্যাক ওয়ার দুটো সিনেমাই এই একই দোষে দুষ্টু। সাদিয়া নাবিলাকে খুবই সাবলীল লেগেছে। ঐশী, সুমিত সেনগুপ্ত ভালো সঙ্গ দিয়েছেন। আইটেম গানটির কোন প্রয়োজন ছিল না। সিনেমা দেখলে মনেই হবে না দুতিন বছর আগে শ্যুট করা এই সিনেমা। শেষের অ্যাকশনপ্যাকড ক্লাইম্যাক্স সব অনুযোগ মিটিয়ে দিতে বাধ্য। আরিফিন শুভ নিজের সিক্স প্যাক দেখিয়েছেন, পর্দায় তাকে দেখতে দুর্দান্ত লেগেছে। আরিফিন শুভ গানে বলেছিলেন- তুই কইরা দেখা। ব্ল্যাক ওয়ার সত্যিই করে দেখিয়েছে।