শিরোনাম ::
‘মুজিব’ বায়োপিকের ট্রেলারে দর্শক প্রতিক্রিয়া নিয়ে যা বললেন আরিফিন শুভ
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৭:১৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / 69
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রকাশের পর রীতিমতো তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধু চরিত্রে তার অভিনয় করা প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। এবার সেই আলোচনা-সমালোচনা নিয়ে মুখ খুললেন তিনি। আরিফিন শুভ ভয়েস অফ আমেরিকার এক সাক্ষাৎকারে বলেন, প্রথমেই বলে নেই, এটি কিন্তু অফিশিয়াল ট্রেলার নয়। এটা শুধুমাত্র কান চলচ্চিত্র উৎসবের জন্য বানানো ট্রেলার। এখনো সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তার মানে রান্নাবান্না হচ্ছে এখনো। কী খাবারটা তৈরি হলো, তা কিন্তু সিনেমা না মুক্তি পাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সমালোচনার অনেকগুলো বিষয় আমিও শুনেছি, জেনেছি। তাই আমাকে বলতেই হচ্ছে, এই ট্রেলারটা মাত্র ১৩ দিনে বানানো হয়েছে
ভিএফএক্স-এর যে কাজগুলো দেখছেন, সেটা কিন্তু মাত্র ১০ দিনে করা। এখনো ভিএফএক্স-এর কাজ বাকি আছে। আরও অনেক কিছুই বাকি রয়েছে। আমি শুধু এতটুকু বলবো, এটা অফিশিয়াল ট্রেলার নয়। অফিশিয়াল ট্রেলার আমরা কিছুদিনের মধ্যেই প্রকাশ করবো। কানে প্রকাশিত ট্রেলারে যে ত্রুটিগুলো দেখা গেছে, যেমন মাইক্রোফোনের তার নেই, ভয়েসে দুর্বলতা বা অন্য যে ত্রুটি চোখে পড়েছে, তা ঠিক হয়ে যাবে? উত্তরে আরিফিন শুভ বলেন, অবশ্যই। আপনি চিন্তা করেন মাত্র ১৩ দিনে বানানো ট্রেলার এটি। যে সকল ত্রুটি চোখে পড়েছে, আপনি যেসব বললেন, এসব সিনেমায় অবশ্যই পরিবর্তিত অবস্থায় আসবে।