শিরোনাম ::
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কি লাভ হলো?

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৭:৩৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 23
দেখুন ১ পয়েন্ট পেয়ে ৩য় ও ওভারঅল টুর্নামেন্টে এখনো ৬ষ্ঠ স্থান।
ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলে ৬ই থাকবে।
আবার , ম্যাচ হলে হারার সম্ভাবনা ছিল তখন ৭ম বা ৮ম হতো।
এবার আসি মূল পয়েন্টে,
জয়ী, রানার্স আপ বা সেমিফাইনালিস্ট বাদ দিন।
আইসিসির প্রাইজমানি ঘোষণা অনুযায়ী ৫ম ও ৬ ষ্ট দল সমান ৩৫০০০০ ডলার বা প্রায় পৌনে ৪ কোটি টাকার বেশি পাবে।
সেই হিসেবে আফগানিস্তান জয় ১ টা পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে সেম ৫ম হবে।
কেবল ১ জয়ের জন্য ৩৪০০০ ডলার বেশি পাবে।
অপরদিকে ৭ম বা ৮ম হলে ১৪০০০০ পাবে।
এখন দোয়া করুন কেবল ইংল্যান্ডের হার, তবেই ইংল্যান্ড পাকিস্তান টপকে ৬ষ্ঠ হিসেবে টুর্নামেন্ট শেষ হবে।
বাকিটা আপনারা যা ভালো মনে করেন…….