রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁর রাণীনগরে আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দর্লীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবলীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম চাঁদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ময়নুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংদস সদস্য মো: ইসরাফিল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, উপজেলা যুবলীগের সিনিয়ন সহ-সভাপতি মো: রুহুল আমিন, সহ-সভাপতি মো: আখেরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম সোহেল প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।