শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, যুব সমাজের হৃদয়ের স্পন্দন মোঃ বিল্লাল হোসেন দিপু মিয়া সরকারের তৃণমূল উন্নয়নে বিশেষ অবদানের জন্য “শের ই বাংলা যুবরতœ এ্যাওয়ার্ড -২০১৮” এ ভূষিত হয়েছেন। গত ১৬ নভেম্বর ২০১৮ ইং ঢাকার তেজগাঁও কাওরান বাজারে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), মান্না ভবন ফজলুল হক মিলনায়তনে “শের ই বাংলা সাংস্কৃতিক জোট” আনুষ্ঠানিক ভাবে তাঁকে এ “শের ই বাংলা যুবরতœ এ্যাওয়ার্ড -২০১৮ (সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র)” প্রদান করেন। এসময় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে শের ই বাংলা যুবরতœ এ্যাওয়ার্ড প্রাপ্ত বিল্লাল হোসেন দিপু মিয়া বলেন, আমাকে সরকারের তৃণমূল উন্নয়নে বিশেষ অবদানের জন্য গত ১৬ নভেম্বর ২০১৮ ইং ঢাকার তেজগাঁও কাওরান বাজারে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), মান্না ভবন ফজলুল হক মিলনায়তনে “শের ই বাংলা সাংস্কৃতিক জোট” আনুষ্ঠানিক ভাবে “শের ই বাংলা যুবরতœ এ্যাওয়ার্ড -২০১৮ (সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র)” প্রদান করেছে। এটা আমার দীর্ঘদিনের কর্মের মূল্যায়ন। এতে আমি ও আমার শুভাকাঙ্খীরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত। ভবিষ্যতে আমার আরও সাফল্যের জন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।