বাকী বিল্লাহঃ(সাঁথিয়া-বেড়া)পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের ইলতুতের ঘি কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ মন ভেজাল ঘিসহ ঘি তৈরির সরঞ্জাম জব্দ করেছে পাবনা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর ১ টার দিকে এ অভিযান চালানো হয়।পাবনার অফিসার ইনচার্জ ডিবি মোঃ দেলোয়ার হোসেন ৮/১০ জনের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।স্থানীয় সুত্রে জানা যায়, ইলতুত দীর্ঘদিন যাবত তার নিজ কারখানায় ভেজাল ঘি তৈরি করতো।সেই ঘি স্থানীয়ভাবে এবং দেশের বিভিন্ন জেলায় তা সরবরাহ করে থাকে।নাম প্রকাশে অনিচ্ছুক একের অধিক ব্যক্তি বলেন,ইলতুত এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। একই এলাকার সুকুমার ও ইলতুত পার্টনারে ছানা এবং ভেজাল ঘির ব্যবসা করে।এব্যাপারে অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল ঘি তৈরি হচ্ছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাই।সত্যতা যাচাইয়ের জন্য আলামত সংগ্রহ করে পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া গ্রহন করা হবে।