সাকিবকে ঢাকা লিগে নেওয়ার ঘোষণা রূপগঞ্জের

- আপডেট সময় : ০৮:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / 24
ঢাকা প্রিমিয়ার লিগের জন্য সাকিব আল হাসানকে দলে নিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ, এই টুর্নামেন্টে খেলতে তিনি দেশে ফিরবেন বলেও আশাবাদী ক্লাবটি।
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনে বড় এক চমক উপহার দিল লেজেন্ডস অব রূপগঞ্জ। লিগের জন্য ক্লাবটি নিবন্ধন করল সাকিব আল হাসানের নাম। আগামী মাসে অনুষ্ঠেয় টুর্নামেন্টেটি খেলতে অভিজ্ঞ এই অলরাউন্ডার দেশে ফিরবেন বলেও আশা তাদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে শনিবার দুপুরে সাকিবকে দলভুক্ত করার ঘোষণা দেন রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল।
“আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করছি। দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে ওর কথা হয়েছে, আমেরিকাতে ছিল। ঘরের ছেলে ঘরে আসছে, এটাই সবচেয়ে বড় খবর।”
এর কিছুক্ষণ পর অনলাইনে দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করেন সাকিব। প্রিমিয়ার লিগের গত আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।
দলবদল করলেও সাকিবের দেশে ফেরা নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা থাকছেই। গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটার।
রাজনৈতিক পালাবদলের পর অগাস্ট ও সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারত সফরে মোট চারটি টেস্ট খেলেন তিনি। এরপর থেকে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথা বলেছিলেন সাকিব। বিদায়ী টেস্ট থেকে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছিলেন দেশের পথে। নিরাপত্তা শঙ্কার কারণে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাকে।
সেই থেকে তার ক্যারিয়ার ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। এবারের বিপিএলেও খেলা হয়নি দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের ক্রিকেটারের। রাজনৈতিক পটপরিবর্তনের পর হত্যা মামলাসহ একাধিক মামলায় হয়েছে সাকিবের নামে। চেক প্রতারণার মামলায় গত মাসে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে তার নামে।
সব কিছু মিলিয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় আছে প্রবল। তবে তাকে পেতে দারুণ আশাবাদী রূপগঞ্জের কর্ণধার।
“অবশ্যই (আমরা শতভাগ আশাবাদী)। সেজন্যই তো ওকে দলে নেওয়া। না হলে আমরা নেব কেন, যদি সে না-ই খেলতে পারে!”
“একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে দলে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। সাকিব দেশের সম্পদ। আমরা চাই না, সে অচিরেই ঝরে যাক।”
ঢাকা লিগে সাকিবের খেলা নিয়ে প্রশ্নের অবকাশ আছে আরও। গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় আপাতত সব ধরনের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ তিনি। অবশ্য নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে বাধা নেই তার।
তবু দেশে ফেরার আগে আরেকবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব, জানালেন লুৎফর।
“আমার সঙ্গে সাকিবের যা কথা হয়েছে, রোজার মধ্যে সে ইংল্যান্ডে আসবে। পরীক্ষা দেবে বোলিং অ্যাকশনের, সম্ভবত তৃতীয় এটা। একজন কোচের সঙ্গে কাজ করছে। কোচ সায় দিলে সে পরীক্ষা দেবে। পাস করলে আমি মনে করি সে বাংলাদেশে খেলতে পারবে।”