রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস ভিতরে না রেখে বাইরে রাখার সুপারিশ করে হাই কোর্টে প্রতিবেদন দাখিল করেছে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।
প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানাতে বুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএর পরিচালক সীতাংশু বিশ্বাসকে ২৪ নভেম্বর আসতে বলেছেন আদালত। ওই দিন পরবর্তী আদেশ দেবেন হাই কোর্ট। আদালতে গতকাল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
পরে আইনজীবী তানভীর আহমেদ বলেন, ২০১৮ সালে দুজন ছাত্র মারা যাওয়ার ঘটনায় ওই রিট করা হয়েছিল। আর সম্পূরক আবেদন করে বলেছিলাম ১৯৪০ সালের আইন অনুযায়ী সিএনজির লুকিং গ্লাস বাইরে থাকতে হবে। এর পরিপ্রেক্ষিতে বুয়েট থেকে বিশেষজ্ঞ মত চেয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন। বিশেষজ্ঞরাও মত দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।