স্ত্রীকে খুশি করার টিপস

- আপডেট সময় : ১২:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / 72
১/মাঝে মাঝে স্ত্রীর ব্যাগে কিছু টাকা রেখে দিন স্ত্রীকে না জানিয়ে দেখবেন সে আপনার প্রতি খুশি হয়ে যাবে,
২/ঘরে ঢুকেই প্রথমে সালাম না পাওয়ার আশায় স্ত্রীকে আগে আগে সালাম দিন দেখবেন তিনি আপনার প্রতি খুশি হয়ে যাবে সালাম টা যেন আস্সালামু-আলাইকুম হয়-
৩/বাইরে থেকে খালি হাতে না এসে মাঝে মাঝে আম লিচু কিংবা প্রয়োজনীয় জিনস পত্র নিয়ে আসেন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে ।
৪/ স্ত্রীকে মুখে খাবার তুলে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে।
৫/স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করুন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে।
৬/ স্ত্রীর কোন বিপদ আসলে মাথায় হাত রেখে সান্তনা দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে।
৭/ বাহিরে যত ভালো ব্যবহার দেখান এই ব্যবহারটা স্ত্রীর সাথেও দেখাবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে।
৮/ছোট ছোট বিষয়ে স্ত্রীর প্রতি রাগ না করে হাসিমুখে সমাধান করুন,দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে,
৯/মাঝে মাঝে স্ত্রীকে ফুল উপহার দিন, কারন মেয়েরা ফুল ভালোবাসে ।
১০/ মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যান, ঘোরতে ও খাওয়াতে নিয়ে যান ।
১১/ মাঝে মাঝে স্ত্রীকে নতুন কাপড় কিনে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে।
১২/ মেয়েরা গহনা পছন্দ করেন তাই মাঝে মাঝে স্ত্রীকে আপনার সাধ্য মত কিছু গহনা বানিয়ে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে।
১৩/ মাঝে মাঝে স্ত্রীকে আইসক্রিম চকলেট কিনে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে,
১৪/বাইরে কোথাও বের হবার সময় স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে তারপর বের হবেন,দেখবেন স্ত্রী অনেক খুশি হবে ।
…. আল্লাহ সব স্বামী-স্ত্রীর মধ্যে সুখ শান্তি দান করুক আমিন !!