বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবখানেই খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল একেবারেই বাজে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে কয়েকদিনের মধ্যেই এই সিরিজ খেলতে যায় টাইগাররা।
শ্রীলঙ্কা সিরিজে অনেক জায়গায় ঘাটতি ছিল বাংলাদেশের। প্রথমত, প্রায় আড়াই মাস ইউরোপ সফর করে এসে খেলোয়াড়দের মধ্যে একটি ক্লান্তি ভাব ছিল। দ্বিতীয়ত, দলের ছন্দে থাকা কয়েকজন পারফর্মার শ্রীলঙ্কা সফরে ছিলেন না। ছিলেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছিল না দলের প্রধান কোচসহ অন্যসব কোচিং স্টাফের সদস্যরা।
বিশ্বকাপ শেষে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি। এই মুহূর্তে বিসিবির জন্য আসল চ্যালেঞ্জ হচ্ছে মাশরাফি-সাকিব-মুশফিকদের জন্য সেরা কোচ খুঁজে বের করা। শোনা যাচ্ছে, টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আবার ফিরিয়ে আনা হতে পারে। কিন্তু পুরাতন কোচকে ফিরিয়ে আনা হলে তা কতটুকু যুক্তিযুক্ত হবে? শ্রীলঙ্কা সফর থেকে বিসিবির কী শিক্ষা নেয়া উচিত? এসব বিষয় নিয়ে ঢাকাটাইমসের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। সাক্ষাৎকারটি নিয়েছেন সদর উদ্দীন লিমন।