ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

একজন নারীর কোন কথাগুলি পুরুষেরা বুঝতে চান না, কিন্তু বোঝা উচিত?

মাহমুদুল হোসেন
জুন ৪, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নারীর খুব সহজ ব্যাপারগুলো বেশিরভাগ পুরুষ বোঝে না। এটা দুই পক্ষেরই গাফিলতি। পুরুষেরা ইচ্ছা করেই বুঝতে চায় না। আবার নারীরা “বোঝেনা” বলে অভিযোগ করলেও, ওই “না বোঝাটা” উপভোগ করে।

  1. নারীরা পুরুষকে দেখানোর জন্য সাজে না, নিজের জন্য সাজে।
  2. নারীরা মিথ্যা প্রশংসা একেবারেই পছন্দ করে না।
  3. নারীরা মোটেও টাকা-পয়সা দেখে পুরুষকে পছন্দ করে না। পছন্দ করে তার স্ট্যাটাস দেখে
  4. নারীরা সিক্স প্যাক ফিগার আর সুদর্শন পুরুষ দেখে মজা পায়, কিন্তু নিজের জন্য তেমন পছন্দ করে না।
  5. নারীরা হেসে কথা বললেই, সেটাকে তার সম্মতি বলে ধরে নেওয়া যায় না।
  6. শাড়ির সাথে চুড়ির রংটা না মেলা, টিপটা কপালের মাঝখানে না হওয়া, ইত্যাদি বিষয় নারীর কাছে অনেক বড় সমস্য।
  7. নারীরা অপছন্দের মানুষের কাছ থেকে আকর্ষণ পেলেও, সেটা উপভোগ করে।
  8. আজকে যে জিনিসটা পছন্দ করে, যেটার জন্য একেবারে পাগল। কিছুদিন পরে সেটাই অপছন্দের জিনিস হতে পারে।
  9. কোন সমস্যা খুব সহজে সমাধান হয়ে গেলে, মনে হয় – নিশ্চয়ই এর পেছনে একটা ক্ষতি লুকিয়ে আছে। এজন্যে, নারীরা মাঝে মাঝে ছোট সমস্যা চলমান রাখে। সমাধান করতে পারলেও করে না।
  10. ভালোবাসা মানে শুধুই আদর সোহাগ নয়। রাগ, অভিমান, কান্না, চিৎকার, ভাঙচুর, ইত্যাদি সবকিছুই দিয়েই ভালোবাসা প্রকাশ করা যায়।

নারীদের এমনই অনেক কথা আছে, যেগুলো বেশিরভাগ পুরুষ বোঝে না, বুঝতেও চায় না। পুরুষেরা এসব বুঝলে হয়তো সম্পর্কগুলো আরেকটু সহজ হতো। কিন্তু, নারীর রহস্যময় আবেদন কমে যেতো। তাই, এসব না বোঝাই ভালো। নারী খানিকটা রহস্যময় থাকুক। এভাবে নারী আরো আকর্ষণীয় হয়ে উঠুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।