শিরোনাম ::
জীবন নদী
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৪:২৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 175
জীবন নদী
মোহাম্মদ সালাহ উদ্দিন
জীবন এক সুন্দর, আর এই জীবন দু’জনার
একদিন ভাবতাম দুঃখ নামের এই অসুখটা,
ভালবেসে রাতের জোছনায় ধুয়ে মুছে যাবে।
মাধবী মদির মখমলের গালিচায় দু’জনে
সাঁতার দেবো অকতোভয়ে চির নতুন নিয়মে।
এক ডালেতে সাজাবো দু’জন কত ধরনের ফুল,
হৃদয় সমুদ্রের সীমা রেখায়—
কুড়াবো দু’জনে ঝিনুকের বুক থেকে কানের দুল।
আর উৎকণ্ঠে—দুজনে একসাথে বলবো,
তুমি আমার আমি তোমার হয়ে বেঁচে রবো
ঝিলিক শোভিত মালা পড়ে দু’জনে চলবো।
হৃদয় বন্দরে যেটুকু জোছনার আলো খুঁজে পাই
জোয়ার শেষে ভাটার টানে দেখি তুমি নাই,আর তাই
অপেক্ষমান স্বপ্ন গুলো ঢেকে গেলো অন্ধকারে।





















