ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার’-এ স্লোগান দিয়ে বিএনপি প্রমাণ কি করছে?

ডেস্ক নিউজ
মে ৩১, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার’-এ স্লোগান দেয়ার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে পঁচাত্তরের জঘন্য হত্যাকাণ্ডের জন্য তারা দায়ী। এ ঘটনার জন্য বিএনপি নেতাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ নগর যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ‘মানুষ বিএনপির অপপ্রচার বিশ্বাস করে না। রাজপথে সংগ্রাম করে জনতার ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অনেক চক্রান্ত করেছে। স্বার্থ হাসিলের জন্য তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আওয়ামী লীগের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছে।’ তিনি বলেন, ‘আজকে যে উন্নয়ন, তা এমনিতে হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার গঠন করা হয়, তখন এদেশে মাথাপিছু আয় কত ছিল তা দেখুন। এখন তা ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। অথচ ২০০৯ সালে যখন সরকার গঠন করা হয়, তখন কী ছিল? আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করেছি। মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে। পরপর তিনবার আওয়ামী লীগ সরকার গঠন করেছে। এরপরও মানুষ আওয়ামী লীগকে চায়।’ বিএনপি মহাসচিবের সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন- আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী সংগঠন। এটি পাকিস্তানিদের ভাষা। এ বক্তব্যের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি এখনো পাকিস্তানের পেতাত্মা। চেতনায় পাকিস্তানি। বিএনপি এখন হঠাৎ মাঠে নেমেছে। তাদের লক্ষ্য সরকার হঠানো। তাই নানা তালবাহানা করছে। আন্দোলনের হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই কোন আন্দোলন করে লাভ নেই। আন্দোলনের হুমকি আওয়ামী লীগকে দিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগ আপনাদের আন্দোলনকে ভয় পায় না।’ আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, ‘যারা এখন জাতীয় সরকারের নকশা দিচ্ছে তাদের খায়েস হয়েছে মন্ত্রী, এমপি হওয়ার। আপনাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। কোনদিনও পূরণ হবেনা। যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায় তাদের ষড়যন্ত্র সফল হবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।