ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

বেটিং চুক্তি বাতিল করে মৌখিকভাবে বিসিবিকে জানিয়েছেন সাকিব

ডেস্ক নিউজ
আগস্ট ১১, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

 

জল ঘোলা করে দেরিতে হলেও সাকিব আল হাসান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষ এক পরিচালক। তবে বিসিবি তার কাছ থেকে লিখিত চিঠির অপেক্ষায় আছে।

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

বিসিবি এ সপ্তাহে চিঠি দিয়ে তাকে সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার কথা বলেছিল। কিন্তু সাকিব নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। বোর্ডও হার্ডলাইনে চলে যায়। সাফ জানিয়ে দেওয়া হয়, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না হলে দেশের ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যাবেন।

কোনও উপায়ান্তর না দেখে বৃহস্পতিবার সাকিব চুক্তি থেকে সরে আসার কথা মৌখিকভাবে বোর্ডকে জানান। তবে বিসিবি তাকে লিখিতভাবে চুক্তি ভঙ্গের কথা জানাতে বলেছে। যা বৃহস্পতিবার রাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত চিঠি এলেই ঘোষণা করা হবে এশিয়া কাপের দল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। যেখানে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ছাড়াও বেশ কয়েকজন পরিচালক ও নির্বাচক কমিটির দুই সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে থাকা এক সদস্য  নিশ্চিত করেছে সাকিবের চুক্তি বাতিলের বিষয়টি।

 

তিনি বলেন, ‘সে (সাকিব) বলেছে আমি উইথড্র (বাতিল) করছি। তবে এখনও সে চিঠি দেয়নি, আমরা অপেক্ষা করছি চিঠির জন্য। সাকিব চুক্তি বাতিল করলে একরকম সিদ্ধান্ত, আর বাতিল না করলে আরেকরকম। আমরা এখন চিঠির অপেক্ষায় আছি।’

এদিকে বৈঠক শেষে বিসিবি সভাপতিও জানিয়েছেন সাকিবের চিঠির অপেক্ষায় আছেন তারা, ‘আমরা একটা চিঠি দিয়েছি। আজকের মধ্যে চিঠির উত্তর পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল। ওইটা শুনেছি আজকের মধ্যে দিবে বলেছে। আমরা আজ পর্যন্ত অপেক্ষা করবো, এরপর সিদ্ধান্ত নেবো ও থাকবে কি থাকবে না।’

বেট উইনার নিউজের সঙ্গে পার্টনারশিপের এ ঘোষণা সাকিব নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন। গত মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’ সাকিব আরও লেখেন, ‘বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।’

 

সাকিবের এই বিষয়ে বিসিবি অত্যন্ত হার্ডলাইনে। বৈঠক শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছে তারা এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। চুক্তি বাতিল না করলে ক্রিকেটের সঙ্গেই সম্পর্ক থাকবে না সাকিবের।

নাজমুল হাসান বলেন, ‘এটা নিয়ে বিকল্প ভাবনার কোনো সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল এখনও তাই। আমি এসেই বলেছিলাম বিসিবিতে এ ব্যাপারে জিরো টলারেন্স, বিসিবি এগুলো মেনে নিবে না। যে যেভাবেই ব্যাখ্যা করুক। এসবের সাথে সংশ্লিষ্টতার কোনও সুযোগই নেই। যার জন্য তখন আশরাফুলের মত খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে। সুযোগ নেই। এটা এখন তার ওপর নির্ভর করছে।’

 

বিসিবির হার্ডলাইন দেখে সাকিবও সরে এসেছেন চুক্তি থেকে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে জানানোর অপেক্ষা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।