ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

মুশফিকের বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী?

ডেস্ক নিউজ
মে ১৮, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছেন প্রায় এক যুগেরও বেশি সময়। সেভাবে কখনই দলে তার জায়গা নিয়ে খুব একটা প্রশ্ন উঠেনি।

তবে সম্প্রতি নির্দিষ্ট একটি ফরম্যাট থেকে মুশফিকের বিদায়ের কথা শোনা যাচ্ছিল জোরেশোরে। ওই পালে যেন হাওয়া লাগালেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। 

 

চট্টগ্রাম টেস্টে এখন ব্যস্ত মুশফিক। ম্যাচের চতুর্থ দিনে এসে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটাও পেয়ে গেছেন এই ব্যাটার।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সরব হয়েছেন তার স্ত্রী। মন্ডির দেওয়া স্ট্যাটাসে ইঙ্গিত মিলছে, শিগগিরই হয়তো বিদায় বলতে পারেন মুশফিক!

 

ওই একই পোস্টে তার বিকল্প আছে কি না এমন প্রশ্নও অবশ্য তুলেছেন মন্ডি।

তিনি লিখেছেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!’

১৮টি টেস্ট ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। গত কিছুদিন ধরে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এই ব্যাটার। এই সেঞ্চুরিটি নিশ্চয়ই তাকে স্বস্তি দেবে। যদিও মুশফিকের টেস্ট ফরম্যাট থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই, এমন কোনো কথাও উঠেনি।

 

গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ওই ফরম্যাটে দলে জায়গা হারিয়েছিলেন মুশফিক। যদিও পরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি দলে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ‘সিনিয়রদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত’ মন্তব্যের পর জল্পনা বাড়ে। এখন মুশফিকের স্ত্রীর স্ট্যাটাসে সেটা আরও জোরালো হলো!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।