ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

স্বামীর চোখের সামনে  স্ত্রীর প্রাণ কেড়ে নিল ঘাতক বাস

Link Copied!

সাভারে মহাসড়কের পাশে  স্বামীর চোখের সামনে  স্ত্রীর প্রাণ কেড়ে নিল ঘাতক বাস, স্ত্রী আসমা বেগমের (৫৫) লাশ নিয়ে মহাসড়কের পাশে বসে আছেন বৃদ্ধ স্বামী হায়দার আলী। তার চোখের সামনে ঘাতক বাস কেড়ে নিয়েছে সহধর্মিণীর প্রাণ। প্রিয়জনের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তিনি।

ঘটনাটি মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকার। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
হায়দার আলী জানান, গত পাঁচদিন আগে মানিকগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে যান তারা। আজ দুপুর আড়াইটার দিকে সেখান থেকে বাসে করে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে নামেন। সঙ্গে ছিল ১২ বছরের নাতি সিয়াম। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তার স্ত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী আসমা বেগম। তারা সাভারের কাতলাপুরের পালপাড়ায় এলাকার বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, তারা মানিকগঞ্জ থেকে সেলফি পরিবহনের বাসে করে সাভারে নামেন। পরে তারা রাস্তা পারাপারের সময় পেছনে থাকা অপর আরেকটি যাত্রীবাহি বাস আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।