সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের ভালো-খারাপ সব অভিজ্ঞতার স্বাদ নেওয়া হয়ে গেছে। তবে শূন্য রানে আউটের স্বাদটা বেশি পেয়েছেন তিনি।

জয় তার সাত টেস্টের ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি নিউজিল্যান্ডের বে ওভালে ৭৮ রানের আগমনী বার্তা দেওয়া ইনিংস খেলেন।

ভালো এই অভিজ্ঞতার সঙ্গে জয়ের শূন্য রানে আউটের যাত্রা সমান্তরালভাবে এগোচ্ছে। তার টেস্ট অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। প্রথম ইনিংসেই সাত বলে ডাক মারেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেঞ্চুরি করার পর দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ডাক মারেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে একটি ছিল গোল্ডেন ডাক।

এরপর জয় শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ডাক মারেন। এবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরে মাঠ ছাড়লেন। তার সঙ্গে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আছেন নাজমুল শান্ত ও মুমিনুল হক। তারাও অ্যান্টিগা টেস্টে ডাক মেরেছেন।