পিরিয়ড বনাম বিলাসিতা: কতটা ব্যয়বহুল এই প্রাকৃতিক চক্র?
- আপডেট সময় : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 210
১২ বছর বয়সে যদি আপনার পিরিয়ড শুরু হয়, তাহলে মনোপজ পর্যন্ত আপনার জীবনে প্রায় ৪৫৬- ৪৬৮ বার পিরিয়ড আসবে, এতোবার কোনো প্রেমিকও প্রেমিকার কাছে আসে না। যাই হোক, প্রতি মাসে পিরিয়ড প্রায় ৪-৭ দিন স্থায়ী হয়। গড়ে ৫ দিন করে হলেও সারাজীবনে পিরিয়ড নিয়ে কাটাতে হয় ২,২৮০ দিন! ৫৪,৭২০ ঘন্টা! এই সময়ের মধ্যে আপনি ২,৭৩৬ বার হ্যারী পটার সিরিজ দেখে ফেলতে পারেন।
পার সাইকেল যদি আপনি ১৫-২০ টার মতো স্যানিটারি ন্যাপকিন ইউজ করেন, পিস প্রতি প্যাডের দাম যদি গড়ে ৭-৮ টাকা হয়, তাহলে প্রতি মাসে প্যাডের পেছনে ব্যয় হয় প্রায় ১৫০ টাকা। সারাজীবনে ব্যয় হয় ৬৮,০০০-৭০,০০০ টাকা, যা দিয়ে ৫৫-৬০ বছরের জন্য নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনা যায়। কতোগুলো আইসক্রিম আর কতোগুলো বার্গার কেনা যায়, তার হিসাব করলে মাথা ঘুরবে।
পিরিয়ডকালীন সময়ে ন্যাপকিন বাদেও পেইন কিলার, হটব্যাগ, প্যান্টি, পছন্দের খাবার, চকোলেট অর্থাৎ কমফোর্ট প্রোডাক্টের পেছনে সারাজীবনে মোট ব্যয় হয় প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা! যা দিয়ে ২টা আইফোন ১২ প্রো ম্যাক্স কেনা যায়।
সুতরাং পিরিয়ড লজ্জার নয় বরং একটা খুব এক্সপেনসিভ জিনিস। চিল্লায়ে বলার মতো জিনিস।





















