অনন্ত-বর্ষাকে কানে পেয়ে ঘিরে ধরল ফটো সাংবাদিকরা
- আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / 125
মঙ্গলবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেতা অনন্ত জলিল এবং তার স্ত্রী ও বর্ষা। অনন্ত জলিল ও বর্ষা কান উৎসবে নিজেদের অভিনীত দুটি চলচ্চিত্রের ট্রেলার প্রদর্শন করাবেন বলে হাজির হয়েছেন।
উৎসবে হাজির হয়েই রেড কার্পেটে পা ফেলার আগেই ফটো সাংবাদিকদের আগ্রহে পড়লেন বাংলাদেশি এই তারকা দম্পতি।
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের প্রবেশ পথে ফটোসাংবাদিকেরা ঘিরে ধরেন অনন্ত জলিল ও বর্ষাকে। একের পর এক ফ্ল্যাশ জ্বলতে থাকে। পরে বর্ষা ও অনন্ত’র আলাদা আলাদা করে ছবি তলতে শুরু করেন সাংবাদিকেরা।
শুধু তাই নয় অনেক ভক্তকেও সেখানে দেখা যায়। যারা অনন্ত বর্ষার সঙ্গে সেলফি তুলছেন একের পর এক। অনন্ত জলিল নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। এছাড়াও বেশ কয়েকটি স্থির ছবি প্রকাশ করেছেন পেইজে।
কানের সময়টা যে বেশ ভালোই যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কেননা ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন যে হোটেলে উঠেছেন, সেখানে বর্ষা ও অনন্তকেও দেখা গেল। দেখা গেল অভিষেকের সঙ্গে গল্পে মত্ত অনন্ত জলিল। দূরে দাঁড়ানো ঐশ্বরিয়া। প্রকাশিত স্থিরচিত্রে এসব দেখা যায়।




















