বাংলাদেশের সেরা ১৫টি ইউটিউব চ্যানেল কোনগুলো?

- আপডেট সময় : ০৩:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / 117
১. Dr Jahangir kabir
আপনি যদি সব সময় ফিট থাকতে চান,কিটো ডায়েট, ইন্টার মিটেন্ট ফাস্টিং সম্পর্কে ধারনা চান এবং কিভাবে দেহের অতিরিক্ত মেদ/চর্বি গলিয়ে ফিট থাকতে চান তাহলে এই চ্যানেল আপনার জন্য মাস্ট।
২.Dr Abdullah Jahangir
আমার কাছে আব্দুল্লাহ জাহাংগির স্যার ইসলামের অন্যতম একজন স্কলার্স। আমাদের সমাজে অনেক বিদ আত প্রচলিত আছে, উনার ভিডিও গুলো দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। উনার মত বিনয়ী আলেম আমি কম ই দেখেছি। মুসলমান হলে ei চ্যানেল ও দেখবেন।
৩. Rnr
এই লোকের অসম্ভভ ট্যালেন্ট। ফানি কন্টেন্ট তবে মাস্টার ইডিট করে, এক কথায় ব্রিলিয়ান্ট।
৪. Baseera
ইসলামিক চ্যানেল এর মধ্যে Baseera এর কন্টেন্ট অনেক রিচ। প্রত্যেক টা ভিডিও আপনার মন ছুয়ে যাবে।
৫. Bike bd
আপনি যদি বাইক লাভার /বাইকার হন তাহলে বাইক রিলেটেড অন্যতম সেরা চ্যানেল bikebd.
৬. Mamun Academy
যদি মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে চান তাহলে mamun academy এই চ্যানেল টা দেখতে পারেন।
৭. BongEats
যদিও এটা বাংলাদেশি চ্যানেল না তবে রান্নাবান্না ভালো লাগলে দেখতে পারেন।
৮. Ayman sadiq
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান ভাই। খুব হাসিখুশি মানুষ, ইনার থেকে সব সময় ভালো কিছু জানতে পারবেন।
৯. Wannabe gump
আমার কাছে ইনিই বাংলাদেশের সব থেকে ক্লাসিয়েস্ট মটো ভ্লগার। পাক্কা জেন্টেল ম্যান, উনার থেকে সুন্দর ভাবে বাংলাদেশের কোন মটো ভ্লগার কথা বলতে পারে না।
এই মুহুর্তে এই কয়টা দিলাম। আরো অনেক ভালো চ্যানেল আছে নাম মনে পড়ছে না।
Retro Generation:
1.SalmanTheBrownfish (প্রথম বাংলাদেশি সফল ইউটিউবার এবং কিছুটা বিতর্কিত)
2.Ajaira Ltd (তাহেরীর “ট্র্যাপ” গেয়ে বিখ্যাত)
3.BhaiBrothers Ltd
4.Tawhid Afridi
5.Tahseenation (Salman Muqtadir’s Biggest rival এবং বাংলাদেশের প্রথম “রোস্টিং” চ্যানেল)
6.Ayman Sadiq (Founder of 10 Minute School)
7.Buttfix (Legend)
8.Mango Squad (“অস্থির” ধরণের ভিডীও বানাতেন)
9.Xefar (Bangladesh Region সিলেক্ট করে প্রথম খোলা চ্যানেল)
Mid-Generation:
1.Antik Mahmud (সম্ভবত প্রথম বাংলাদেশী ইউটিউব অ্যানিমেটর Edited:”lazyrus rhid” posted animation before antik mahmud)
2.Sadman Sadik
3.Rafayet Rakib (Maybe a Carryminati of Bangladesh?)
4.Joker Productions (On hiatus,new channel name:MASUM,)
5.Kingopoly
6.Rnar (বাংলা সিনেমা রিভিউ করেন)
7.Android Toto Company (Gadget reviewer)
8.Bangla Talkies(কোন এক বিচিত্র কারণে পুরান সব ভিডিও ডিলিট করে দিয়েছেন)
9.Rakin Absar (BhaiBrothers ltd থেকে আলাদা হয়ে নতুন চ্যানেল খুলেছেন)
10.Mojar Tv (কেউ ভাইরাল হলে তাকে নিয়ে সাক্ষাৎকারের ভিডিও করেন)
11.Ashif Bin Hossen (বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন, thoughtful but underrated)
12.KaaloBador (underrrated,kind of western review video creator)
13.Video Baba Productions (২০১৭ সালের বাজেট প্রকাশ করার পর দেস্পাসিতো গানের প্যারোডি”দেশ বাসী তো” গেয়ে ভাইরাল।বর্তমানে on hiatus)
14.Bitik Baaz (2019,2020,2021 Year review এর জন্য বিখ্যাত)
15.Raba Khan (২০২০ সালে Forbes 30 under 30 in Asia)
New Generation:
1.FK (Surreal Comedy এবং ব্যতিক্রমী কন্টেন্ট)
2.Enayet Chowdhury (বুয়েটের লেকচারার এবং রিসার্চধর্মী কন্টেন্ট)
3.Khaled Nur (Funny Surreal Animations)
4.Samima Sraboni (অ্যাানিমেটর)
5.Rafsan The Chotobhai (Kind of Logan Paul of Bangladesh….লুঙ্গি পরে 5-Star রেস্টুরেন্টে যাওয়া কিংবা রিকশা চালানো,+ bonus হিসেবে food vlogging)
6.Keto vai (করোনাকালে ভাইরাল)
7.Hey Bro Club (হাইস্যকর সব ভিডিও)
8.Nadir On the Go (ট্রাভেলগ{Travel vlog})
9.Sami the Qtpie (makes random shit)
Deprecated:
1.Amin Youtube Action (একসময় Blue Whale গেমের প্যারোডি সাক্ষাৎকার বানিয়ে ভাইরাল, এখন আর ভিডিও দেয় না)
2.The DickTyder (Surreal Songs like- “আমি কি কলাগাছ?”কিংবা “কামলা বাংলাদেশী” নামক প্যারোডি গান গেয়ে বিখ্যাত)
3.TheCrazyBangladeshi (পেশাগত কারণে ইউটিউবকে বিদায়)
4.Naf Bro (Now Makes Informative video as Nafees Selim)
5.Lazyrus Rhid (অন্তিক মাহমুদের প্রথম অ্যানিমেটেড ভিডিও দেওয়ার আগে ইউটিউবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতেন,but didn’t get as much popularity as Antik Mahmud,শেষ ভিডিও ২০১৬ সালে)
- Sohag360 (Bengali)
- YouTube Bangla
- TecH Bangla Pro
- ATC Android ToTo Company
- Technology Times BD
- Tech Voice BD
- Bangla Fast active
- Tanvir Rasel
- Bangla Tech
- Android School Bangla
- Tricks Tutorial
- Techno Dipu
- NETBİD
- Daily Needs
- My Tech Master
- Shahin Tech
- ST Unique Tech
- Gadget Insider Bangla
- Tech to the Point – TTP
- Nayeem’s Information
- Ami Babu
- PC Builder Bangladesh
আসলে সেরা বলতে কিসের ভিত্তিতে সেরা তার উপর নির্ভর করে, কারন যদি subscriber এর ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে একরকম হয় আবার সর্বমোট view এর ভিত্তিতে অন্যরকম হয় অথবা যদি আমার কাছে কোন ১৫ টি চেনেল ভালো লাগে তার ভিত্তিতে বিবেচনা করলে লিস্টটি ভিন্ন রকম হয়।
যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই সর্বমোট subscriber এর ভিত্তিতে একটি ইউটিউব চ্যানেলকে বিবেচনা করাহয় তায় আমি subscriber এর ভিত্তিতে বাংলাদেশের সেরা ১৫টি ইউটিউব চ্যানেল এর লিস্ট দিচ্ছি।
১. SOMOY TV
SOMOY TV বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম। এটি subscriber এর ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল, এদের subscriber এর সংখ্যা প্রায় ৫৯.৭ লক্ষ। এরা ইউটিউবে যাত্রা শুরুকরে ২১শে অক্টোবর ২০১৫ সালে । এদের মোট view সংখ্যা ১.৫৯ বিলিয়ন।
২. মায়াজাল
মায়াজাল subscriber এর ভিত্তিতে বাংলাদেশের ২য় সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল, এদের subscriber এর সংখ্যা প্রায় ৫১ লক্ষ। এরা ইউটিউবে যাত্রা শুরুকরে ২০১৭ সালের ১৭ই মে। এদের মোট view সংখ্যা ৪৭৩ মিলিয়নের বেশি।
৩. Jamuna TV
Jamuna TV বাংলাদেশ আরেকটি জনপ্রিয় সংবাদমাধ্যম। এরা ইউটিউবে যাত্রা শুরুকরে ১১/১২/২০১৭ তারিখে। Jamuna TV এর subscriber সংখ্যা ৪৪.৪ লক্ষ। এদের মোট ভিউ সংখ্যা ১.৪৭ বিলিয়ন।
৪. Eagle music video station
এটি T-series এর মতই বাংলাদেশের একটি মিউজিক কোম্পানি, চ্যানেলটির যাত্রা শুরু হায় ২০১৬ সালের ২৫এ জুন, এদের মোট subscriber এর সংখ্যা ৫০ লক্ষের অধিক। এবং ভিউ এর সংখ্যা ৯৭৮ মিলিয়ন। ভাইরাল হওয়া অপরাধী গানও এই চ্যানেল থেকে প্রকাশিত হয়।
৫. G series (music)
এই চ্যানেলটিও বাংলাদেশের একটি মিউজিক কোম্পানি, এদের subscriber এর সংখ্যা ৪৪ লক্ষ এর কাছাকাছি এবং সর্বমোট ভিউ ৯৯৪ মিলিয়ন।
৬. Farjana Drawing Academy
নাম শুনেই বুঝা যাচ্ছে এই চ্যানেলটিতে Drawing সম্পর্কিত টিউটরিয়াল ভিডিও দেওয়া হয়, এদের subscriber এর সংখ্যা ৪২ লক্ষের অধিক। এবং ভিউ সংখ্যা ৫১৬ মিলিয়ন।
৭. Anupam Movie songs
এদের subscriber এর সংখ্যা ৪০ লক্ষ। subscriber এর বিবেচনায় এর অবস্থান ৭ম হলেও view এর বিবেচনায় এটি বাংলাদেশ সবচেয়ে বেশি View হওয়া চ্যানেল, এর ভিউ সংখ্যা প্রায় ২ বিলিয়ন।
৮. Rabbitholebd sports
ইউটিউবে লাইভ বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য এটি খুবই ভালো মাধ্যম। এই চ্যানেলটির subscriber এর সংখ্যা প্রায় ৩৭ লক্ষ। ভিউ ৬৪২ মিলিয়ন।
৯. Rabbitholebd Entertainment
এটি Rabbitholebd এর বিনোদন বিষয়ক চ্যানেল, এর subscriber এর সংখ্যা ৩৬.৮ লক্ষ। ভিউ ৩৩২ মিলিয়ন।
১০. Bongo BD
সর্বমোট subscriber এর সংখ্যা ৩৪.৬ লক্ষ। ভিউ ৭৫১ মিলিয়ন।
১১. Sangeeta Music
সর্বমোট subscriber এর সংখ্যা ৩৪ লক্ষ। ভিউ ৯৯০ মিলিয়ন।
১২. Rtv Drama
সর্বমোট subscriber এর সংখ্যা ৩৩.৪ লক্ষ। ভিউ ৬৭০ মিলিয়ন।
১৩. Independent Television
সর্বমোট subscriber এর সংখ্যা ৩২.৮ লক্ষ। ভিউ ৯৩৬ মিলিয়ন।
১৪. CD Choice
সর্বমোট subscriber এর সংখ্যা প্রায় ৩২ লক্ষ। ভিউ ৮৪৮ মিলিয়ন।
১৫. G series (Bangla Movies)
সর্বমোট subscriber এর সংখ্যা ৩১.৭ লক্ষ। ভিউ ৯৫৮ মিলিয়ন।